দশম শ্রেণীর গণিত বই এর অধ্যায় ০১ এর কষে দেখি ১.২ এর সমস্ত সমাধান করে দেওয়া হল। দ্বিঘাত সমীকরণ কষে দেখি ১.২ | Dighat Somikoron Koshe Dekhi 1.2 Solution
কষে দেখি
1.2
(i) x2+x+1=0 , 1 ও -1
সমাধানঃ
1 এবং -1 প্রদত্ত সমীকরণ টির বীজ হলে সমীকরণটিকে সিদ্ধ করবে ।
এখন, x2+x+1=0 সমীকরনে x স্থানে 1 এবং -1 বসিয়ে পাই ,
(1)2+1+1 =1+1+1=3≠0
আবার, (-1)2+(-1)+1 =1-1+1=1≠0
সমীকরণটি 1 এবং -1 কোনোটিই দ্বারা সিদ্ধ নয় সুতরাং 1 এবং -1 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে না।
সমাধানঃ
0 এবং 2 প্রদত্ত সমীকরণ টির বীজ হলে সমীকরণ টিকে সিদ্ধ করবে ।
এখন, 8x2+7x=0 সমীকরণটিতে x স্থানে 0 এবং 2 বসিয়ে পাই ,
8(0)2+7(0)=0
∴ 0, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করছে সুতরাং 0 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ ।
আবার, 8(-2)2+7(-2) =32-14=18≠0
∴ -2 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করছে না সুতরাং -2 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ নয় ।
সমাধানঃ
56 এবং 43 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ হলে সমীকরণটিকে সিদ্ধ করবে ।
এখন, x+1x=136 সমীকরণটিতে x স্থানে 56 এবং 43 বসিয়ে পাই ,
56+156=56+65
বা, 25+3630=6130≠136
আবার, 43+143=43+34
বা, 16+912=254≠136
∴ 56 এবং 43 কোনোটিই প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ নয়।
সমাধানঃ
-√3 এবং 2√3 প্রদত্ত সমীকরণ টির বীজ হলে সমীকরণ টিকে সিদ্ধ করবে ।
এখন, x2-√3.x-6=0 সমীকরণটিতে x স্থানে √3 এবং 2√3 বসিয়ে পাই ,
(-√3)2-√3(-√3)-6=3+3-6=6-6=0
∴ -√3 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করছে সুতরাং -√3 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে ।
আবার, (2√3)2-√3(2√3)-6=12-6-6=12-12=0
∴ 2√3 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করছে সুতরাং 2√3 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে ।
সমাধানঃ
7x2+kx-3=0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 23 হলে, অবশ্যই 23 সমীকরণটিকে সিদ্ধ করবে।
7(23)2+k(23)-3=0
বা, 289+2k3-3=0
বা, 28+6k-279=0
বা, 6k+1=0
বা, 6k=-1
বা, k=-16
∴ k এর মান -16 হলে 7x2+kx-3=0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 23 হবে ।
সমাধানঃ
x2+3ax+k=0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ –a
∴ -a সমীকরণ টিকে সিদ্ধ করবে
x এরস্থানে –a বসিয়ে পাই ,
(-a)2+3a(-a)+k=0
বা, a2-3a2+k=0
বা, -2a2+k=0
বা, k=2a2
∴ k এর মান 2a2 হলে দ্বিঘাত সমীকরণটির একটি বীজ হবে -a ।
সমাধানঃ
যদি ax2+7x+b=0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 23 এবং -3 হয় তাহলে 23 এবং -3 উভয়ই প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করবে ।
x এর স্থানে 23 এবং -3 বসিয়ে পাই,
a(23)2+7(23)+b=0
বা, 4a9+143+b=0
বা, 4a+42+9b9=0
বা, 4a+9b=-42 ⋯⋯⋯⋯⋯(i)
এবং a(-3)2+7(-3)+b=0
বা, 9a-21+b=0
বা, 9a+b=21 ⋯⋯⋯⋯⋯(ii)
(ii) নং সমীকরণ কে 9 দ্বারা গুন করে (i) নং সমীকরণ বিয়োগ করে পাই,
(4a+9b)-(81a+9b)=-42-189
বা, -77a=-231
বা, a=-231-77
বা, a=3
a এর প্রাপ্ত মান (i) নং সমীকরণে বসিয়ে পাই
4(3)+9b=-42
বা, 12+9b=-42
বা, 9b=-42-12
বা, 9b=-54
বা, b=-549
বা, b=-6
∴ ax2+7x+b=0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 23 এবং -3 হলে, a=3 এবং b=-6 হবে।
(i) 3y2-20=160-2y2
সমাধানঃ
3y2-20=160-2y2
বা, 3y2+2y2=160+20
বা, 5y2=180
বা, y2=1805
বা, y2=36
বা, y=±√36
বা, y=±6
∴ নির্ণেয় সমাধান y=6 এবং y=-6
সমাধানঃ
(2x+1)2+(x+1)2=6x+47
বা, (2x)2+2(2x)1+(1)2+(x)2+2x+(1)2=6x+47
বা, 4x2+4x+1+x2+2x+1=6x+47
বা, 5x2+6x+2=6x+47
বা, 5x2+6x+2-6x-47=0
বা, 5x2-45=0
বা, 5x2=45
বা, x2=455
বা, x2=9
বা, x=±√9
বা, x=±3
∴ নির্ণেয় সমাধান x=3 এবং x=-3
সমাধানঃ
(x-7)(x-9)=195
বা, x(x-9)-7(x-9)=195
বা, x2-9x-7x+63=195
বা, x2-16x+63-195=0
বা, x2-16x-132=0
বা, x2-(22-6)x-132=0
বা, x2-22x+6x-132=0
বা, x(x-22)+6(x-22)=0
বা, (x-22)(x+6)=0
দুটি রাশির গুনফল শূন্য
সুতারাং, হয় (x-22)=0
∴ x=22
অথবা , (x+6)=0
∴ x=-6
∴ নির্ণেয় সমাধান x=22 এবং x=-6
সমাধানঃ
3x-24x=x3
বা, 3x2-24x=x3
বা, 3{3x2-24}=x2
বা, 9x2-72=x2
বা, 9x2-x2=72
বা, 8x2=72
বা, x2=722
বা, x2=9
বা, x=±√9
বা, x=±3
∴ নির্ণেয় সমাধান x=3 এবং x=-3
সমাধানঃ
x3+3x=15x
বা, x2+93x=15x
বা, x(x2+9)=45x
বা, x2+9=45
বা, x2=45-9
বা, x2=36
বা, x=±√36
বা, x=±6
∴ নির্ণেয় সমাধান x=6 এবং x=-6
সমাধানঃ
10x-1x=3
বা, 10x2-1x=3
বা, 10x2-1=3x
বা, 10x2-3x-1=0
বা, 10x2-5x+2x-1=0
বা, 5x(2x-1)+1(2x-1)=0
বা, (5x+1)(2x-1)=0
দুটি রাশির গুনফল শূন্য
সুতারাং, হয় (2x-1)=0
বা, 2x=1
বা, x=12
অথবা (5x+1)=0
∴ 5x=-1
বা, x=-15
∴ নির্ণেয় সমাধান x=12 এবং x=-15
সমাধানঃ
22x2-5x+2=0
বা, 2-5x+2x2x2=0
বা, 2-5x+2x2=0
বা, 2x2-5x+2=0
বা, 2x2-4x-x+2=0
বা, 2x(x-2)-1(x-2)=0
বা, (2x-1)(x-2)=0
দুটি রাশির গুনফল শূন্য
সুতারাং, হয় (x-2)=0
∴ x=2
অথবা (2x-1)=0
∴ 2x=1
বা, x=12
∴ নির্ণেয় সমাধান x=2 এবং x=12 ।
সমাধানঃ
(x-2)(x+2)+6(x-2x-6)=1
বা, (x-2)(x-6)+(6x-12)(x+2)(x+2)(x-6)=1
বা, x(x-6)-2(x-6)+6x(x+2)-12(x+2)(x+2)(x-6)=1
বা, x2-6x-2x-12+6x2+12-12x+24x(x-6)+2(x-6)=1
বা, 7x2-8x-12x2-6x+2x-12=1
বা, 7x2-8x-12=x2-4x-12
বা, 7x2-8x-12-x2+4x+12=0
বা, 6x2-4x=0
বা, 2x(3x-2x)=0
বা, x(3x-2x)=0
দুটি রাশির গুনফল শূন্য
সুতারাং, হয় x=0
অথবা (3x-2)=0
বা, 3x=2
বা, x=23
∴ নির্ণেয় সমাধান x=0 এবং x=23
সমাধানঃ
1x-3-1x+5=16
বা, (x+5)-(x-3)(x-3)(x+5)=16
বা, x+5-x+3x(x+5)-3(x+5)=16
বা, 8x2+5x-3x-15=16
বা, x2+5x-3x-15=48
বা, x2+2x-15-48=0
বা, x2+2x-63=0
বা, x2+9x-7x-63=0
বা, x(x+9)-7(x+9)=0
বা, (x-7)(x+9)=0
দুটি রাশির গুনফল শূন্য
হয় (x+9)=0
∴ x=-9
অথবা (x-7)=0
∴ x=7
∴ নির্ণেয় সমাধান x=-9 এবং x=7
সমাধানঃ
xx+1+x+1x=2112
বা, x2+(x+1)2x(x+1)=2512
বা, x2+x2+2.x.1+12x2+x=2512
বা, 2x2+2x+12x2+x=2512
বা, 12(2x2+2x+12)=25(x2+x)
বা, 24x2+24x+12=25x2+25x
বা, 24x2-25x2+24x-25x+12=0
বা, -x2-x+12=0
বা, x2+x-12=0
বা, x2+4x-3x-12=0
বা, x(x+4)-3(x+4)=0
বা, (x+4)(x-3)=0
দুটি রাশির গুনফল শূন্য
হয় (x+4)=0
বা, x=-4
অথবা (x-3)=0
বা, x=3
∴ নির্ণেয় সমাধান x=3 এবং x=-4
সমাধানঃ
বা, ax+ba+bx=cx+dc+dx
বা, (ax+b)(c+dx)=(cx+d)(a+bx)
বা, ax(c+dx)+b(c+dx)=cx(a+bx)+d(a+bx)
বা, acx+adx2+bc+bdx=acx+bcx2+ad+bdx
বা, adx2-bcx2+acx+bdx-acx-bdx+bc-ad=0
বা, x2(ad-bc)-(ad-bc)=0
বা, (x2-1)(ad-bc)=0
এখন দুটি রাশির গুনফল শূন্য
কিন্তু (ad-bc)≠0 কারণ a≠b এবং c≠d
∴ (x²-1)=0
বা, x²=1
বা, x=±√1
∴ নির্ণেয় সমাধান x=1 এবং x=-1
সমাধানঃ
বা, (2x+1)+32x+1=4
বা, (2x+1)2+32x+1=4
বা, (2x)2+2.2x.1+12+2x+1=4
বা, 4x2+4x+1+3=8x+4
বা, 4x2+4x-8x-4+4=0
বা, 4x2-4x=0
বা, 4x(x-1)=0
বা, x(x-1)=0
দুটি রাশির গুনফল শূন্য
হয় x=0
অথবা (x-1)=0
বা, x=1
∴ নির্ণেয় সমাধান x=0 এবং x=1
সমাধানঃ
বা, x+12+2x+1=x+13+3x+1-56
বা, x+12+2x+1-x+13-3x+1=-56
বা, x+12-x+13+2x+1-3x+1=-56
বা, 3(x+1)-2(x+1)6+2-3x+1=-56
বা, 3x+3-2x-26+-1x+1=-56
বা, 3x+3-2x-26+-1x+1=-56
বা, x+16-1x+1=-56
বা, (x+1)2-66(x+1)=-56
বা, (x+1)2-6x+1=-5
বা, x2+2.x.1+12-6x+1=-5
বা, x2+2x+1-6=-5(x+1)
বা, x2+2x-5=-5x-5
বা, x2+2x-5+5x+5=0
বা, x2+7x=0
বা, x(x+7)=0
দুটি রাশির গুনফল শূন্য
হয় x=0
অথবা (x+7)=0
বা, x=-7
∴ নির্ণেয় সমাধান x=0 এবং x=-7

হয়, (9x+68)=0
বা, 9x=-68
বা, x=-689
অথবা, (x-3)=0
বা, x=3
∴ নির্ণেয় সমাধান x=3 এবং x=-689
(xv) x+3x-3+6(x-3)(x+3)=5, (x≠3,-3)
সমাধানঃ
x+3x-3+6(x-3)(x+3)=5
ধরি, x+3x-3=a
∴ (x-3)(x+3)=1a
সুতারাং সমীকরণটি হয়,
a+6a=5
বা, a2+6a=5
বা, a2+6=5a
বা, a2-5a+6=0
বা, a2-5a+6=0
বা, a2-3a-2a+6=0
বা, a(a-3)-2(a-3)=0
বা, (a-2)(a-3)=0
দুটি রাশির গুনফল শূন্য
হয় (a-3)=0
বা, a=3
অথবা, (a-2)=0
বা, a=2
যখন, a=3
∴ x+3x-3=3
বা, (x+3)=3(x-3)
বা, x+3=3x-9
বা, x+3-3x+9=0
বা, -2x+12=0
বা, -2(x+6)=0
বা, x=-6
যখন, a=2
∴ x+3x-3=2
বা, (x+3)=2(x-3)
বা, x+3=2x-6
বা, x+3-2x+6=0
বা, -x+9=0
বা, x=9
∴ নির্ণেয় সমাধান x=6 এবং x=9

হয়, (x+a)=0
বা, x=-a
অথবা, (x+b)=0
বা, x=-b
∴ নির্ণেয় সমাধান x=-a এবং x=-b
(xvii) (x+ax-a)2-5(x+ax-a)+6=0, (x≠a)
সমাধানঃ
(x+ax-a)2-5(x+ax-a)+6=0
ধরি, x+ax-a=m
সুতারাং সমীকরণটি হয়,
m2-5m+6=0
বা, m2-3m-2m+6=0
বা, m(m-3)-2(m-3)=0
বা, (m-2)(m-3)=0
দুটি রাশির গুনফল শূন্য
হয়, (m-3)=0
বা, m=3
অথবা, (m-2)=0
বা, m=2
যখন, m=3
∴ x+ax-a=3
x+a=3(x-a)
x+a=3x-3a
x-3x=-3a-a
-2x=-4a
x=2a
যখন, m=2
∴ x+ax-a=2
x+a=2(x-a)
x+a=2x-2a
x-2x=-2a-a
-x=-3a
x=3a
∴ নির্ণেয় সমাধান x=2a এবং x=3a
সমাধানঃ
1x-1x+b=1a-1a+b
বা, x+b-xx(x+b)=a+b-aa(a+b)
বা, bx(x+b)=ba(a+b)
বা, x(x+b)=a(a+b)
বা, x2+bx=a2+ab
বা, x2+bx-a2-ab=0
বা, x2-a2+bx-ab=0
বা, (x+a)(x-a)+b(x-a)=0
বা, (x-a)(x+a+b)=0
দুটি রাশির গুনফল শূন্য
হয়, (x-a)=0
বা, x=a
অথবা, (x+a+b)=0
বা, x=-(a+b)
∴ নির্ণেয় সমাধান x=a এবং x=-(a+b)
হয়, (x-7)=0
বা, x=7
অথবা, (x+2)=0
বা, x=-2
∴ নির্ণেয় সমাধান x=7 এবং x=-2
(xx) ax-a+bx-b=2cx-c,(x≠a,b,c)
সমাধানঃ
ax-a+bx-b=2cx-c
বা, ax-a+1+bx-b+1=2cx-c+2
বা, a+x-ax-a+b+x-bx-b=2c+2x-2cx-c
বা, xx-a+xx-b=2xx-c
বা, xx-a+xx-b-2xx-c=0
বা, x[1x-a+1x-b-2x-c]=0
দুটি রাশির গুনফল শূন্য
হয়, x=0
অথবা, [1x-a+1x-b-2x-c]=0
বা, (x-b)(x-c)+(x-a)(x-c)+(x-a)(x-b)(x-a)(x-b)(x-c)=0
বা, x2-bx-cx+bc+x2-ax-cx+ac+2x2+2ax+2bx-2ab=0
বা, ax+bx-2cx+bc+ac-2ab=0
বা, x(a+b-2c)=2ab-bc-ac
বা, x=2ab+bc+aca+b-2c
∴ নির্ণেয় সমাধান x=0 এবং x=2ab-bc-aca+b-2c
সমাধানঃ
বা, x2-(√3+2)x+2√3=0
বা, x2-√3.x-2x+2√3=0
বা, x(x-√3)-2(x-√3)=0
বা, (x-2)(x-√3)=0
দুটি রাশির গুনফল শূন্য
হয়, x-2=0
বা, x=2
অথবা, (x-√3)=0
বা, x=√3
∴ নির্ণেয় সমাধান x=2 এবং x=√3