দশম শ্রেণীর গণিত বই এর অধ্যায় ০১ এর কষে দেখি ১.৩ এর সমস্ত সমাধান করে দেওয়া হল। দ্বিঘাত সমীকরণ কষে দেখি ১.৩ | Dighat Somikoron Koshe Dekhi 1.3 Solution
কষে দেখি
1.3
1. দুটি ধনাত্মক সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি।
সমাধানঃ
দুটি ধনাত্মক সংখ্যার অন্তর 3
ধরি, একটি সংখ্যা x
∴ অন্য সংখ্যা টি হবে (x+3)
শর্তানুসারে,
x2+(x+3)2=117
বা, x2+x2+2.x.3+32=117
বা, 2x2+6x+9-117=0
বা, 2x2+6x-108=0
বা, x2+3x-54=0
বা, x2+(9-6)x-54=0
বা, x2+9x-6x-54=0
বা, x(x+9)-6(x+9)=0
বা, (x+9)(x-6)=0
∴ দুটি রাশির গুনফল শূন্য
হয় (x+9)=0
বা, x=-9
অথবা (x-6)=0
বা, x=6
যেহেতু সংখ্যাটি ধনাত্মক অতএব x এর ঋণাত্মক মান কে অগ্রাহ্য করে পাই
উত্তরঃ
সংখ্যা দুটি হলও 6এবং 6+3=9
2. একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি ত্রিভুজের ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি।
সমাধানঃ
ধরি, ত্রিভুজটির উচ্চতা x মিটার ।
∴ ত্রিভুজের ভূমি=(2x+18) মিটার এবং ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার
শর্তানুসারে,
12×(2x+18)×x=360 [যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল=12×ভূমি×উচ্চতা ]
বা, x(2x+18)=2×360
বা, 2x2+18x=720
বা, 2x2+18x-720=0
বা, x2+9x-360=0 [ উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই ]
বা, x2+(24-15)x-360=0
বা, x2+24x-15x-360=0
বা, x(x+24)-15(x+24)=0
বা, (x+24)(x-15)=0
যেহেতু দুটি রাশির গুনফল শূন্য
হয় (x+24)=0
বা, x=-24
অথবা (x-15)=0
বা, x=15
যেহেতু ত্রিভুজের উচ্চতা ঋণাত্মক হতে পারে না
∴ x=15
∴ ত্রিভুজের উচ্চতা 15 মিটার ।
3. যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় কর।
সমাধানঃ
ধরি, সংখ্যাটি হল x [ধনাত্মক অখণ্ড সংখ্যা]
শর্তানুসারে,
2x2-5x=3
বা, 2x2-5x-3=0
বা, 2x2-(6-1)x-3=0
বা, 2x2-6x+x-3=0
বা, 2x(x-3)+1(x-3)=0
বা, (x-3)(2x+1)=0
যেহেতু দুটি সংখ্যার গুনফল শূন্য
∴ হয় (x-3)=0
বা, x=3
অথবা (2x+1)=0
বা, x=-12
যেহেতু x একটি অখন্ড ধনাত্মক সংখ্যা ।
∴ x=3
∴ নির্ণেয় সংখ্যাটি হল 3 ।
4. দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি ; এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জীপগাড়িতে যেতে তার চেয়ে 2 ঘণ্টা সময় কম লাগে। মোটরগাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, মোটরগাড়ির গতিবেগ হিসাব করে লিখি।
সমাধানঃ
ধরি, মোটরগাড়ি গতিবেগ x কিমি/ঘন্টা
∴ জিপগাড়ির গতিবেগ (x+5) কিমি/ঘন্টা
এবং, অতিক্রান্ত দূরত্ব =200 কিমি
∴ 200 কিমি অতিক্রম করতে গাড়িটির সময় লাগে 200x ।
এবং 200 কিমি অতিক্রম করতে জিপ গাড়িটির সময় লাগ 200x+5।
শর্তানুসারে ,
200x-200x+5=2
বা, 200(x+5)-200xx(x+5)=2
বা, 200x+1000-200xx2+5x=2
বা, 1000=2x2+10x
বা, 2x2+10x-1000=0
বা, x2+5x-500=0
বা, x2+(25-20)x-500=0
বা, x2+25x-20x-500=0
বা, x(x+25)-20(x-25)=0
বা, (x+25)(x-20)=0
যেহেতু দুটি সংখ্যার গুনফল শূন্য
∴ হয় (x-20)=0
বা, x=20
অথবা (x+25)=0
বা, x=-25
এক্ষেত্রে গতিবেগের মান ঋণাত্মক হতে পারেনা
∴ x=20
∴ মোটরগাড়ি গতিবেগ 20 কিমি/ঘন্টা ।
5. অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার । অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি।
সমাধানঃ
অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180
মিটার
ধরি, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য x মিটার অতএব প্রস্থ
(1802)– দৈর্ঘ্য =(90-x) মিটার
শর্তানুসারে,
x(90-x)=2000
বা, 90x-x2=2000
বা, x2-90x+2000=0
বা, x2-(50+40)x+2000=0
বা, x2-50x-40x+2000=0
বা, x(x-50)-40(x-50)=0
বা, (x-50)(x-40)=0
যেহেতু দুটি রাশির গুনফল শূন্য
∴ হয় (x-50)=0
বা, x=50
অথবা, (x-40)=0
বা, x=40
∴আয়তকার জমির দৈর্ঘ্য =50 মিটার এবং প্রস্থ =(90-50) মিটার =40 মিটার।
6. দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অংক এককের ঘরের অংক অপেক্ষা 3 কম । সংখ্যাটি থেকে উহার অংক দুটির গুনফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয় । সংখ্যাটির একক ঘরের অংক হিসাব করে লিখি ।
সমাধানঃ
ধরি, সংখ্যাটির এককের ঘরের অংক x
∴ সংখ্যাটির দশকের ঘরের অংক (x-3)
∴ সংখ্যাটি হবে =10(x-3)+x=11x-30
যেহেতু সংখ্যাটি থেকে উহার অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়
∴ (11x-30)-x(x-3)=15
বা, 11x-30-x²+3x-15=0
বা, -x²+14x-45=0
বা, x²-14x+45=0
বা, x²-(9+5)x+45=0
বা,x²-9x-5x+45=0
বা, x(x-9)-5(x-9)=0
বা, (x-9)(x-5)=0
দুটি সংখ্যার গুনফল শূন্য
হয় (x-9)=0
বা, x=9
অথবা, (x-5)=0
বা, x=5
∴ এককের ঘরের অঙ্ক হল 5 অথবা 9 ।
7. আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি (11পূর্ণ 1/9) মিনিটে পূর্ণ হয় ।যদি নল দুটি আলাদা ভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয় ,প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চা থেকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি ।
সমাধানঃধরি, চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নলের সময় লাগে x মিনিট অতএব অপর নলের সময় লাগবে (x+5) মিনিট । ধরি, সমগ্র চৌবাচ্চা =1 অংশ
∴ প্রথম নল x মিনিটে পূর্ণ করে 1 অংশ।
প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে 1x অংশ।
আবার দ্বিতীয় নল (x+5) মিনিটে পূর্ণ করে 1 অংশ।
দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করে 1x+5 অংশ।
∴ দুটি নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে (1x)+(1x+5) অংশ।
অর্থাৎ দুটি নল একত্রে 1119 মিনিটে পূর্ণ করে
1119(1x+1x+5) অংশ।
শর্তানুসারে,
1119(1x+1x+5)=1
বা, 1009(1x+1x+5)=1
বা, (1x+1x+5)=9100
বা, x+5+xx(x+5)=9100
বা, 2x+5x(x+5)=9100
বা, 100(2x+5))=9x(x+5)
বা, 200x+500=9x2+45x
বা, 9x2+45x-200x-500=0
বা, 9x2-155x-500=0
বা, 9x2-(180-25)x-500=0
বা, 9x2-180x+25x-500=0
বা, 9x(x-20x)+25(x-20)=0
বা, (9x+25)(x-20x)=0
যেহেতু দুটি রাশির গুনফল শূন্য
∴ হয় (x-20)=0
বা, x=20
অথবা, (9x+25)=0
বা, x=-259
সময় ঋণাত্মক হওয়া অসম্ভব
∴ x=20
অর্থাৎ একটি নল চৌবাচ্চা পূর্ণ করে 20 মিনিটে
∴ অপর নল চৌবাচ্চাটি পূর্ণ করবে (20+5) মিনিটে =25 মিনিটে
8. পর্ণা ও পীযূষ কোন একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে । আলাদাভাবে একা কাজ করলে পর্নার যে সময় লাগবে , পীযুষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে । পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করবে করতে পারবে হিসাব করে লিখি ।
সমাধানঃ
ধরি , পর্ণা একাকী কাজটি করতে পারে x দিনে
∴ প্রদত্ত শর্তানুসারে পীযুষের সময় লাগবে (x+6) দিন
ধরি, সমগ্র কাজ =1 অংশ
পর্না x দিনে কাজ করে 1 অংশ।
পর্না 1 দিনে কাজ করে 1x অংশ।
এবং পীযূষ (x+6) দিনে কাজ করে 1 অংশ।
পীযূষ 1 দিনে কাজ করে 1x+6 অংশ।
∴ তারা একদিনে একত্রে মোট কাজ করে (1x+1x+6) অংশ।
∴ তারা 4 দিনে একত্রে মোট কাজ করে 4(1x+1x+6) অংশ।
শর্তানুসারে,
4(1x+1x+6)=1
(1x+1x+6)=14
x+6+xx(x+6)=14
2x+6x(x+6)=14
4(2x+6)=x(x+6)
(8x+24)=x2+6x
x2+6x-8x-24=0
x2-2x-24=0
x2-(6-4)x-24=0
x2-6x+4x-24=0
x(x-6)+4(x-6)=0
(x+4)(x-6)=0
দুটি রাশির গুনফল শূন্য
∴ হয় (x-6)=0
বা, x=6
অথবা, (x+4)=0
বা, x=-4
যেহেতু সময় ঋণাত্মক হতে পারেনা।
x=6
∴পর্ণা একাকী কাজটি করতে পারবে 6 দিনে।
9. কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো তিনটি বেশি কলম পাওয়া যাবে । কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি ।
সমাধানঃ
ধরি, প্রতি ডজন কলমের মূল্য x টাকা।
∴ x টাকায় পাওয়া যাবে 12 টি কলম।
1 টাকায় পাওয়া যায় 12x টি কলম।
30 টাকায় পাওয়া যায় 30⋅12x কলম।
=360x টি কলম।
দাম হ্রাস পাওয়ার পরে প্রতি ডজন কলমের মূল্য (x-6) টাকা
∴ (x-6) টাকায় পাওয়া যায় 12 টি কলম।
1 টাকায় পাওয়া যায় 12x-6
এবং 30 টাকায় পাওয়া যায় 12⋅30x-6 টি কলম।
=360x-6 টি কলম।
শর্তানুসারে ,
360x-6-360x=3
বা, 360(1x-6-1x)=3
বা, (1x-6-1x)=3360
বা, x-(x-6)x(x-6)=1120
বা, 6x(x-6)=1120
বা, 720=x(x-6)
বা, x2-6x=720
বা, x2-6x-720=0
বা, x2-(30-24)x-720=0
বা, x2-30x+24x-720=0
বা, x(x-30)+24(x-30)=0
বা, (x+24)(x-30)=0
দুটি রাশির গুনফল শূন্য
∴ হয় (x-30)=0
বা, x=30
অথবা, (x+24)=0
বা, x=-24
কলমের মূল্য ঋণাত্মক হতে পারেনা , সুতরাং x=30
অর্থাৎ প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা ।
10. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A)
(A) বহুবিকল্পীয় প্রশ্ন (MCQ)
(i) একটি দ্বিঘাত সমীকরণের বীজ এর সংখ্যাউত্তরঃ (b) দুটি
(ii) ax²+bx+c=0 দ্বিঘাত সমীকরণ হলেউত্তরঃ (c) a≠0
(iii) একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাতউত্তরঃ (b) 2
(iv) 4(5x²-7x+2)=5(4x²-6x+3) সমীকরণটি
উত্তরঃ (a) রৈখিক
4(5x²-7x+2)=5(4x²-6x+3)
বা, 20x²-28x+8=20x²-30x+15
বা, 20x2-20x2-28x+30x+8-15=0
বা, 2x-7=0 [এটি একটি রৈখিক সমীকরণ]
উত্তরঃ (b) 6
(B) নিচের বিবৃতি গুলোর সত্য না মিথ্যা লিখি
(i) (x-3)2=x2-6x+9 একটি দ্বিঘাত সমীকরণ ।উত্তরঃ
প্রদত্ত উক্তিটি মিথ্যা ।
(x-3)2=x2-6x+9
বা, x2-2.x.3+32=x2-6x+9
বা, x2-6x+9=x2-6x+9
∴ এটি একটি অভেদ ।
উত্তরঃ প্রদত্ত উক্তিটি মিথ্যা ।
(c) শূন্যস্থান পূরণ করি
(i) যদি ax²+bx+c=0 সমীকরণটির a=0 এবং b≠0 হয় , তবে সমীকরণটি একটি রৈখিক সমীকরণ ।
(ii) যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয়, তবে সমীকরণটি হল x²-2x+1=0 ।
(iii) x²=6x সমীকরণের বীজদ্বয় 0 ও 6
11. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A)
(i) x²+ax+3=0 সমীকরণের একটি বীজ 1 হলে, a - এর মান নির্ণয় করি ।সমাধানঃ
x²+ax+3=0 সমীকরণের একটি বীজ 1
∴ (1)²+a(1)+3=0
বা, 1+a+3=0
বা, a=-4
সমাধানঃ
x²-(2+b)x+6=0 সমীকরণের একটি বীজ 2
ধরি, অপর বীজ =a
∴ 2a=6 [ ∵ দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুনফল = ধ্রুবক পদ/x2 -এর সহগ ]
বা, a=62
বা, a=3
∴ অপর বীজটির মান =3
সমাধানঃ
ধরি, অপর বীজ =a
∴ 2a=42 [ ∵ দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুনফল = ধ্রুবক পদ/x2 -এর সহগ ]
বা, 2a=2
বা, a=1
∴ অপর বীজটির মান =1 ।
সমাধানঃ
ধরি, প্রকৃত ভগ্নাংশ টি হল x
∴ তার অনোন্যক হবে 1x
শর্তানুসারে,
x-1x=920
বা, x2-1x=920
বা, 20(x²-1)=9x
বা, 20x²-20=9x
বা, 20x²-9x-20=0
∴ সমীকরণ টি হল 20x²-9x-20=0 ।
সমাধানঃ
-5×(-7)=35a
[∵ দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুনফল = ধ্রুবক পদ/x2 -এর সহগ ]
বা, 35=35a
বা, a=3535
বা, a=1
আবার -5+(-7)=-ba
[∵ দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল =-(x-এর সহগ /x2 -এর সহগ)]
বা, -5-7=-b1
বা, -12=-b
বা, b=12
∴ a -এর মান 1 এবং b -এর মান 12 ।